আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে ৩০ জন করোনা আক্রান্ত পালিয়ে গেছেন৷ তাঁরা সকলেই ত্রিপুরা স্টেট রাইফেলস-এ ভর্তির জন্য পরীক্ষা দিতে আগরতলায় এসেছিলেন৷ তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: শৈলেশ কুমার যাদব৷ তাঁর দাবি, ওই ৩০ জন করোনা আক্রান্তের মোবাইল লোকেশন অনুযায়ী তারা এখন ত্রিপুরার বাইরে রয়েছেন৷
এদিন তিনি জানান, এডিনগর পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার-এ করোনা আক্রান্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ সম্প্রতি ত্রিপুরা স্টেট রাইফেলস-এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ চাকুরীর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বহি:রাজ্য থেকেও প্রত্যাশী-রা এসেছেন৷ তাদের নমুনা পরীক্ষায় অনেক-র দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁর কথায়, বর্তমানে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে ৪৬ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ তাদের সেখানেই চিকিতা চলছে৷ তাদের মধ্যে ৩০ জন টিএসআর নিয়োগে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন৷ তারা গতকাল রাতে জানালা ভেঙ্গে পালিয়েছে৷ আজ সকালে প্রাত:রাশ দিতে গিয়ে বিষয়টি সকলের নজরে এসেছে৷
তিনি বলেন, পলাতক ওই করোনা আক্রান্তদের মধ্যে বিহার-র ১৪ জন, উত্তর প্রদেশ-র ৭ জন, রাজস্থান-র ৬ জন এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ১ জন করে রয়েছেন৷ তাদের সকলের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন-কে সমস্ত বিষয় জানানো হয়েছে৷ তিনি জানান, মোবাইল লোকেশন অনুযায়ী ওই করোনা আক্রান্ত-রা ইতিমধ্যে ত্রিপুরার বাইরে চলে গেছেন৷ তবুও তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷