গান্ধীনগর, ২১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বুধবার গান্ধীনগরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন রূপানি। টিকা নেওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার।” গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বিজয় রূপানি। রূপানির করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার একেবারে ৬০ দিনের মাথায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন তিনি।
এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেছেন, “৬০ দিন আগে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলাম আমি, চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছি। করোনাভাইরাসে সংক্রমিত হলে টিকা নেওয়ার কোনও প্রয়োজন নেই, এই বিভ্রান্তি মাথায় রাখবেন না। আগে করোনা-সংক্রমিত হলেও, চিকিৎসকদের পরামর্শে ভ্যাকসিন নেওয়া উচিত।” এরপর বিজয় রূপানি জানান, “টিকাই বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিকার, তাই সকলের কাছ অনুরোধ করছি টিকা নিন।”
2021-04-21