পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ জারি, নতুন সংক্রমণ-এ শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা

21/04/2021
আগরতলা, ২১ এপ্রিল (হি. স.) : করোনা-র প্রকোপ-র মারাত্মক বৃদ্ধি-তে পশ্চিম ত্রিপুরা জেলায় পুর নিগম এলাকায় বৃহস্পতিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলায় ওই কারফিউ জারি করার ক্ষেত্রে জেলাস্তরে সাম্প্রতিক সংক্রমণের হার বৃদ্ধি-কে কারণ হিসেবে মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ১ এপ্রিল এখন পর্যন্ত সারা ত্রিপুরায় ৫৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে ৪৮৪ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছেন। ধারনা করা হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই পুর এলাকার বাসিন্দা রয়েছেন।

প্রসঙ্গত, হঠাৎ করে করোনার প্রকোপ বৃদ্ধিতে বিশেষত পশ্চিম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় রাজ্য সরকার নাইট কারফিউ জারী করেছে৷ করোনা মোকাবিলা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারী বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ মূলত মন্ত্রিসভা রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছে৷ তাতে আগরতলা পুর নিগম এলাকায় নাইট কারফিউ জারী করা অত্যন্ত জরুরী বলে গুরুত্ব পেয়েছিল৷

নৈশকালীন কারফিউ জারি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্য সচিব মনোজ কুমার। তাতে, বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ জারী করা হয়েছে৷ ২২ এপ্রিল রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই আদেশ কার্যকর হবে। ওই আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। আদেশানুসারে বিভিন্ন জনসভা এবং রেলি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ খোলা আকাশের নীচে ২০০ জন এবং হল কিংবা কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ১০০ জন একত্রিত হতে পারবেন৷ সিনেমা হলে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শককে বিনোদনের অনুমতি মিলবে৷ এছাড়া বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠানে ১০০ জন এবং শেষকৃত্যে ২০ জনকে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে৷

এদিকে, আগামীদিনে ত্রিপুরায় সমস্ত পরীক্ষা বাতিলের পথে এগিয়েছে৷ করোনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় জেআরবিটির পরীক্ষা বাতিল করা হয়েছে৷ আগামী ২৪ ও ২৫ এপ্রিল গ্রুপ ডি এবং গ্রুপ সি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার সূচি নির্ধারিত ছিল৷

স্বাস্থ্য দফতরের তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে, চলতি মাসে সারা ত্রিপুরায় করোনা আক্রান্তদের সবচেয়ে সংক্রমিত রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায়। গত ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা ত্রিপুরায় ৫৭৭ জন নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে শুধু পশ্চিম জেলায় করোনা সংক্রমিত-র ৪৮৪। শুধু তাই নয়, গত ৬ এপ্রিল থেকে সংক্রমণের হার মারাত্মক ভাবে বেড়েছে। সেই তুলনায় সুস্থ হয়েছেন মাত্র ৮৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *