রাঁচি, ২১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিক্রেটার মহেন্দ্র সিং ধোনির বাবা পান সিং এবং মা দেবকী দেবী। কোভিডে সংক্রমিত হওয়ায় ধোনির বাবা ও মা-কে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে ধোনির বাবা ও মায়ের চিকিৎসা চলছে।
চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে আইপিএল খেলার জন্য এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন ধোনি। এ বিষয়ে ধোনির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, ধোনির বাবা পান সিং এবং মা দেবকী দেবীর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই তাঁদের ভর্তি করা হয় রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে।
2021-04-21

