নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ পশ্চিম লক্ষীবিল কালীবাড়ি মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রাতে কে বা কারা কালীবাড়িতে চুরি সংঘটিত করে৷ মায়ের কানের দুল এবং প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে যায়৷আজ সকালে মন্দিরে আসার পর এই ঘটনা সকলে লক্ষ্য করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷এলাকাবাসী পুলিশকে খবর দেয়৷
স্থানীয়রা জানান এ নিয়ে দু-বার মায়ের মন্দিরে চুরি হয়েছে৷ প্রণামী বাক্সের মধ্যে প্রায় ৬-৭ হাজার টাকা ছিল৷গত মাঘ মাসে মন্দিরের উদ্ধোধন ও বাৎসরিক কালীপূজা খুব জাঁকজমক ভাবে হওয়াতে লোক সমাগমও বেশি হয়েছিল৷ফলে প্রণামী বাক্সে টাকা পড়েছিল প্রচুর বলে জানান এলাকায় লোকেরা৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া প্রণামীর টাকা পয়সা ও মায়ের কানের দুল উদ্ধার করা সম্ভব হয়নি৷

