নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে জয়ের দিকে মনোনিবেশ করেছেন । মঙ্গলবার এমনই অভিযোগ করেন কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বাল। এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সিব্বাল বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে প্রধানমন্ত্রী মোদী নির্বাচন জয়ের জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করছেন।
কপিল সিব্বাল বলেন, দেশে মহামারী উপেক্ষা করে পশ্চিমবঙ্গে প্রচারে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার টুইটারে তিনি লেখেন, ‘মোদীজি, আপনি নির্বাচন জয়ের জন্য আপনার সমস্ত সম্পদ, পেশী শক্তি, ব্যবহার করছেন। তবে আপনি কেন করোনো মহামারীর বিরুদ্ধে লোককে বাঁচাতে আপনার ক্ষমতা ব্যবহার থেকে বিরত হচ্ছেন? ” তিনি জানতে চান করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনার প্রচেষ্টায় কেন আবেগের ঘাটতি রয়েছে?
প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ক্রমবর্ধমান করোনার কারনে বাংলার নির্বাচনের প্রচার ও কর্মসূচি বাতিল করেছিলেন। সেই থেকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি বিজেপি-র বিরুদ্ধে সরব হয়েছে ।