করোনা-আক্রান্ত কেজরিওয়ালের স্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী কোয়ারান্টাইনে

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। করোনা-আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন কেজরিওয়ালের স্ত্রী। স্ত্রী কোভিডে সংক্রমিত হওয়ায় অরবিন্দ কেজরিওয়াল নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।


সূত্রের খবর, করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা-পরীক্ষা করিয়েছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন কেজরিওয়ালের স্ত্রী। স্ত্রী কোভিডে সংক্রমিত হওয়ায় অরবিন্দ কেজরিওয়াল নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *