পথের বলি এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল৷৷ সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না পঞ্চাশোর্ধ প্রদীপ দেববর্মার৷ পথদুর্ঘটনায় কেড়ে নিল প্রদীপ দেববর্মার প্রাণ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি বাজার সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি দয়ারাম পাড়া এলাকার বাসিন্দা বছর ৫৫- এর প্রদীপ দেববর্মা অন্যান্য দিনের মতো রবিবার ও প্রাতঃভ্রমণে বেরিয়েছিল৷ কিন্তু প্রাতঃভ্রমণ শেষ করে আর ঘরে ফেরা হলো না তার৷ অভিশপ্ত এক গাড়ির ধাক্কায় কেড়ে নিল বছর ৫৫ এর প্রদীপ দেববর্মার প্রাণ৷ যদিও অভিশপ্ত ওই গাড়িটি প্রদীপ দেববর্মাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ অভিশপ্ত গাড়ির ধাক্কায় প্রদীপ দেববর্মার নিথর দেহ রাস্তার পাশবর্তী এক পুকুরে জলে গিয়ে পড়ে৷


ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে৷ জানা যায়, ২ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান রয়েছে দিনমজুর এই প্রদীপ দেববর্মার৷ রবিবারই ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ প্রদীপ দেববর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে৷ চারিদিকে শুরু হয় কান্নার রোল৷দিকে অভিশপ্ত গাড়ির খোঁজে তেলিয়ামুড়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে৷


এদিকে, ফের যান দুর্ঘটনা আহত ২ জন৷একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে জিবি হাসপাতাল রেফার করা হয় করা হয়৷ঘটনা তেলিয়ামুড়া থানা দিন নেতাজি নগর এলাকায় রবিবার দুপুর নাগাদ৷
সংবাদে জানা যায় নেতাজি নগর অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো চাকমা ঘাটের দিকে যাচ্ছিল অপর দিক থেকে আসা একটি বাইক এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷এতে আহত হয় গিতা রানি রাঙ্খল এবং বাইক চালক রূপম চক্রবর্তী৷আহত দুজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷দুজনের মধ্যে মোটর বাইক চালক রূপম চক্রবর্তীর অবস্থা গুরুতর হওয়াতে দিদি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়৷বাইক এবং অটো রিস্কা থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷