ব্রাজিলে করোনা কাড়ল ১,৫৫৩ জনের প্রাণ, ২৪ ঘন্টায় সংক্রমিত ৪২,৯৩৭

রিও ডি জেনেইরো, ১৯ এপ্রিল (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণে রাশ টানাই যাচ্ছে না। কখনও আক্রান্তের সংখ্যা বাড়ছে, কখনও আবার কমে যাচ্ছে অনেকটাই। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৫৫৩ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৯৩৭ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ৩ লক্ষ ৭৩ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৫৫৩ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৪৪২-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা ফের বাড়ল ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৪২,৯৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৩,৯৪৩,০৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৩৯১,৫৯৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১৭৮,০৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *