নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ গত দুই দিন ধরে পানীয় জল পাচ্ছে না দক্ষিণ জেলার বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷ প্রতিবাদে শনিবার সকাল থেকে পথ অবরোধ করেন এলাকাবাসী৷পাম্প অপারেটর এর দায়িত্বজ্ঞানহীনতার কারণে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া নেতাজি সুভাষচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷
এই অভিযোগ তুলে পাম্প অপারেটরকে অপসারণের দাবি করেন এলাকাবাসী৷ বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য/সদস্যরাও আন্দোলনের প্রতি সমর্থন জানান৷ নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সামনে বিলোনিয়া পশ্চিম পাহাড়ের রাস্তা অবরোধে বসেন শনিবার সকালে৷ এই অবরোধের কারণে দুই দিকের গাড়ি আটক হয়ে যায়৷ দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ পুলিশ৷
এছাড়া অবরোধ স্থলে ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার ও ভারত চন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র৷ দীর্ঘ কুড়ি বছর ধরে পাম্প অপারেটর হিসেবে নিযুক্ত আছে আশীষ মজুমদার৷ পাম্প অপারেটর অভিযোগ করেছে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে শাসক দলের একাংশ লোকজন এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছেন৷সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাম্প অপারেটর জানান, আমি আমার কর্ম স্থলে নিয়মিত আসি , জল সরবরাহ করি৷ মাঝে মাঝে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি না৷ আজকে সকালে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি নি৷ এছাড়া বিজেপি আসার পর এই পাম্প অপারেটর থেকে সরানোর জন্য কয়েক বার আমার উপর আক্রমন হয়৷ অভিযোগ এলাকার বিজেপির কিছু কর্মীদের বিরুদ্ধে৷
এই কাজ ছেড়ে দিলে সংসার চলবে না আমার৷ এই কাজের টাকা দিয়ে কোন মতে পরিবার নিয়ে বেঁচে আছি৷অবরোধের খবর ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী৷ পাশাপাশি ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার, ভারতচন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র৷ অবরোধকারীদের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা৷ অবরোধকারীরা জানায় পাম্প অপারেটর নিয়মিত আসে না বলে জল পাওয়া যায় না৷এলাকাবাসীর অভিযোগ পাম্প অপারেটর পরিবর্তন করে নতুন করে পাম্প অপারেটর নিযুক্ত করা হোক৷ কারণ পাম্প অপারেটর আশীষ মজুমদার ইচ্ছাকৃতভাবে জল সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে৷ এই অবরোধের জেরে রাস্তার দু’’ধারে আটকা পড়ে বহু যানবাহন৷এতে বিপাকে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের৷ এলাকাবাসীর সাথে অবরোধে শামিল হয়েছেন নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল মজুমদার নিজেও৷ এখন দেখার বিষয় এ ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে৷