কৈলাসহর, ১৭ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ জারি রয়েছে৷ তাতে সীমান্ত অসুরক্ষিত প্রমাণিত হওয়ার সাথে জননিরাপত্তাও ঝুঁকির মুখে বলেই মনে হচ্ছে৷ কারণ, চার বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে কৈলাসহর মহকুমায় পাইতুরবাজার এলাকায় বিএসএফ আটক করেছে৷ তাদের মধ্যে একজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ওই ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে৷
শুক্রবার সকালে চার বাংলাদেশি নাগরিক উনকোটি জেলার কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রামের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে ধর্মনগরে যাওয়ার জন্য পাইতুরবাজার এলাকায় মোটরস্ট্যান্ডে এসে গাড়িতে বসেন৷ বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তাদের পাকড়াও করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেন৷
এদিকে, পুলিশি জেরায় তারা জানিয়েছেন, কাজের সন্ধানে বাংলাদেশের মৌলভিবাজারের চারজন ত্রিপুরায় এসেছেন৷ তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ৮,৫০০ টাকা উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই চার বাংলাদেশি নাগরিককে সাহান আলি (২৮), রাজন মিয়াঁ (২৫), নান্টু মিয়াঁ (২৮) এবং আহম্মদ আলি (৩৩) বলে পরিচয় মিলেছে৷
আজ ওই চার যুবকের শারীরিক পরীক্ষার জন্য আরজিএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ হাসপাতালে চারজনের মধ্যে একজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ জেলা কোভিড সার্ভেইলেন্স অফিসার ডা. শঙ্খশুভ্র দেবনাথ জানিয়েছেন, করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকের সংস্পর্শে যে পুলিশ কর্মীরা ছিলেন তাঁদের সকলের নমুনা পরীক্ষা করা হবে৷