নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লির আদালতে জামিন পেয়ে গেলেন প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের ‘মূল চক্রী’ দীপ সিধু। শনিবার দিল্লির একটি আদালত দীপ সিধুকে জামিন প্রদান করেছে। গত ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ হরিয়ানার কারনাল থেকে লালকেল্লার হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ৩০ মার্চ জামিনের আবেদন করেছিলেন দীপ সিধু।
দিল্লি পুলিশ আদালতে জানিয়েছিল, ২৬ জানুয়ারি উস্কানি দিয়েছিল দীপ সিধু। সেই উস্কানির জন্য জাতীয় পতাকার অবমাননা হয়। দীপ সিধুর জামিন-আবেদন নিয়ে সোমবার রায়দান সংরক্ষিত রেখেছিল আদালত। জামিন আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর জানিয়েছিলেন, দীপ সিধু জামিন পেয়ে গেলে প্রমাণ নষ্ট করে দিতে পারেন। কিন্তু, সোমবার দীপ সিধুকে জামিন দিয়ে দিল আদালত।
2021-04-17