আমেরিকায় করোনা-সংক্রমণ ফের বাড়ল, ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮৭ জনের

ওয়াশিংটন, ১৭ এপ্রিল (হি.স.): আমেরিকায় ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১,৭৭৩ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৮৭ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩২,৩০৫,৯১২-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৮৮৭ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৯৪২ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৭৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৩০৫,৯১২-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৪,৮৩৬,১৮৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ৮৯ হাজার ৭৮৩ জন।