আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.) : সারা দেশের সাথে ত্রিপুরায় ভয়াবহ হচ্ছে করোনা-র প্রকোপ। তাই, আগামীকাল ১৭ এপ্রিল থেকে ত্রিপুরায় সমস্ত স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে শিক্ষা দপ্তর আগামী কাল থেকে ত্রিপুরা সরকারের অধীনে সকল সরকারি,আধাসরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়-এ পঠন-পাঠন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, ঘোষিত সমস্ত পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া ৫০শতাংশ থাকবে। এছাড়া, পুনরায় অনলাইন ক্লাস শুরু হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সিবিএসই দশম-র পরীক্ষা বাতিল করেছে এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখেছে। কেন্দ্রীয় বোর্ডের ওই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য সমস্ত পরীক্ষা বাতিল করেছে। ত্রিপুরা-তেও করোনা-র প্রকোপ ক্রমাগত বাড়ছে। ফলে, শিক্ষা দফতর আজ এ-বিষয়ে বৈঠক করেছে। ওই বৈঠকে স্কুল-কলেজে পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।