ত্রিপুরার প্রিবোর্ড ও বোর্ড পরীক্ষা বাতিল নিয়ে আইসার বিবৃতি

আগরতলা, ১৪ এপ্রিল৷৷ সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ আইসা’র৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (আইসা) ত্রিপুরা রাজ্য ইউনিট সিবিএসই বোর্ডের সিদ্ধান্তকে আমরা স্বাগত পাঠিয়েছিলাম৷ আমরা দাবি করেছিলাম সিবিএসসি বোর্ডের পরীক্ষা বাতিল করে দেওয়া হয় এবং ছাত্র- ছাত্রীদেরকে বিকল্প মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করে দেওয়া হোক৷ দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রার্থীদের বিকল্প পুনর্মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করা হবে এবং সেই ফলাফলের সাথে কেউ অসক্তষ্টি প্রকাশ করলে পরীক্ষায় বসার সুবিধা রয়েছে৷

আমাদের দাবি অনুসারে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ধরনের পরীক্ষা, প্রিবোর্ড পরীক্ষা বাতিল করে দিতে হবে৷ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই দাবিটা করছি কারণ ছাত্র ও শিক্ষকদের মধ্যে করোনা পাওয়া গেছে৷ রাজ্যের ছাত্র-ছাত্রী এবং রাজ্যবাসীর সুরক্ষার নিশ্চয়তাযর প্রশ্ণে আমরা পরীক্ষা বাতিলের দাবি করছি এবং রাজ্যে আরো চলমান যে পরীক্ষাগুলো, ইন্টারভিউ পরীক্ষা গুলোকেও বাতিল করতে হবে৷

সমস্ত ধরনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক এবং বাতিল করে বিকল্প পুনর্মূল্যায়নের মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হোক এবং সেখানে কোন ছাত্র যদি সেই ফলাফলের সাথে সন্তুষ্ট না হন তাহলে বিকল্প পরীক্ষার ব্যবস্থা যেন করা হয়৷ আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি সব ধরনের অফলাইন পরীক্ষা বাতিল করে দেওয়া হোক যাতে করে নতুন করে ছাত্র-ছাত্রীরা করণা সংক্রমণ না হয়৷ তার জন্য আগাম ব্যবস্থা করা হোক৷ আশা করি রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের হাজার হাজার ছাত্র-ছাত্রী ও রাজ্যের মানুষের সুরক্ষা এবং নিশ্চয়তার প্রশ্ণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *