নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মজয়ন্তীতে ভারতীয় সংবিধানের প্রণেতা ডাঃ ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে বুধবার সকালে টুইট করে মোদী লিখেছেন, “সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে মুলস্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাবাসাহেব আম্বেদকরের প্রচেষ্টা সমস্ত প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে থাকবে।”
ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর নিজের গোটা জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উৎসর্গ করেছিলেন। এদিন বাবাসাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “জন্মজয়ন্তীতে ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে শত-শত প্রণাম। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে মুলস্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা সমস্ত প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে থাকবে।”