পুষ্টি প্রকল্পের খাদ্য সামগ্রী চুরি করে বিক্রির সময় আটক অঙ্গনওয়াড়ী কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বালাহার না খাইয়ে সরকারি চাল এবং ডাল চুরি করে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী৷ বালাহার প্রকল্পের চালতা চুরির ঘটনা প্রায়ই ঘটে চলেছে৷ এসব বিষয় নিয়ে প্রায়ই অভিযোগ আসছে৷ যুবরাজ নগরে বালা ঘরের চাল পাচারকালে হাতেনাতে আটক হলেন অঙ্গনওয়াড়ি কর্মী৷ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ ঘটনা কৈলাসহরের যুবরাজনগর গ্রামে৷


যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মিনারা বেগমের বাড়িতেই অস্থায়ী ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছিল৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হিসেবে মিনারা বেগম চাকুরী পাবার পর থেকেই উনার বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল৷ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই দাবী করে আসছিল যে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি মিনারা বেগম বাচ্চাদের নিয়মিত ভাবে খাবার না দিয়ে দপ্তর থেকে আসা চাল, ডাল, বিসুকট, ডিম ইত্যাদি চুরি করে বিক্রি করে দিচ্ছেন৷ এবিষয়ে গ্রামবাসীরা কয়েকবার গৌরনগর ব্লকের সিডিপিও-কে মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও দপ্তরের তরফে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নি৷ এমনকি দপ্তরের পক্ষ থেকে এব্যাপারে কোনো ধরনের তদন্তও করা হয় নি৷ অবশেষে গ্রামবাসীদের কথাই সত্য প্রমান হলো৷

শনিবার দুপুরে কয়েকজন গ্রামবাসী স্থানীয় পঞ্চায়েত অফিসে যখন অফিসিয়াল কাজে ছিলেন ঠিক তখন মিনারা বেগমের বাড়ি থেকে একটি ম্যাজিক গাড়িতে এক বস্তা ভর্তি মিশ্রিত চাল ডাল তোলে গাড়িটি শহরের দিকে রওনা দেয়৷ এই দৃশ্য পঞ্চায়েত অফিসে থাকা কয়েকজন গ্রামবাসী দেখে ফেলে এবং গাড়ির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করে৷ গাড়ির চালক এবং ক্রেতা স্বীকার করায় গ্রামবাসীরা গাড়ি থেকে চাল ডাল নামিয়ে রাখেন৷ যদিও পরবর্তী সময়ে গাড়ির চালক এবং ক্রেতা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷


ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে উদ্ধারকৃত চাল ডাল পুলিশ থানায় নিয়ে যায়৷ এব্যাপারে প্রত্যক্ষদর্শী যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের এক পঞ্চায়েত সদস্যের স্বামী জানায় যে, মিনারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ ছিল৷ উনি আরও বলেন যে, স্থানীয় ভাবে মিনারা বেগম বিজেপি দলের ঘনিষ্ঠ থাকার সুবাদে মিনারা বেগম এর বিরুদ্ধে দপ্তর কোনো ধরনের পদক্ষেপ নিতে সাহস দেখাচ্ছে নাবালাহারের চাল ডাল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷