নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম/ কুমারঘাট, ৯ এপ্রিল৷৷ আগামীকাল শনিবার এডিসি নির্বাচনের ভোট গণনা৷ যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ একই সাথে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনও সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত৷ রাজ্যের ১৬টি মহকুমা শাসকের কার্য্যালয়ে সকাল সাতটা থেকে গণনা শুরু হবে৷ আগামীকাল দুপুরের মধ্যেই পরিস্কার হয়ে যাবে মূলতঃ পাহাড় দখলের লড়াইয়ে কারা জয়ী হয়েছেন৷ আইপিএফটি বিজেপি জোট, সিপিএম, তিপ্রা মথা এবং কংগ্রেস, মূলত তাদের মধ্যেই লড়াই হচ্ছে৷ যদিও অন্যান্য নির্দল প্রার্থীও রয়েছেন৷ তবে এবারের এডিসি নির্বাচন অন্যান্য এডিসি নির্বাচন থেকে অনেকটাই পৃথক৷
এদিকে, শনিবার সকালে শুরু হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া৷ শুক্রবারের মধ্যে সমস্ত দলের কাউন্টিং এজেন্ট দের নির্বাচনী আই কার্ড নেওয়ার আবেদন জানিয়েছিলেন রিটার্নিং অফিসার তথা বিশালগড় মহকুমাশাসক জয়ন্ত ভট্টাচার্য৷ শুক্রবার দুপুরে ১৯ আমতলী গোলাঘাটি নির্বাচনী আসনের আইএনপিটি দলের ৮ জন প্রতিনিধি বিশালগড় মহকুমা শাসক কার্যালয় এসেছিলেন নির্বাচনী কার্ড সংগ্রহ করতে৷ অভিযোগ কার্ড হুমকির মুখে পড়েন তারা৷ ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় কার্ড গুলো৷শুধু তাই নয ভাড়া করে আনা ভাড়াটিয়া গাড়ির চালককে হুমকি দিয়ে ফেরত পাঠিয়ে দেয় দুষৃকতীরা৷ পরিস্থিতি বেগতিক দেখে তারা পুনরায় ঢুকে পড়েন মহকুমা শাসক কার্যালয়ে৷খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, ওসি সহ বিশাল পুলিশবাহিনী৷ সঙ্গে ছিল সামরিক বাহিনীর জওনরাও৷ তাদের ভয়ে দুসৃকতিকারীরা খানিকটা পিছিয়ে গিয়ে জড়ো হয় মহকুমা শাসক কার্যালয় চত্বরের বাইরে৷ ঘটনার প্রায় দুই ঘণ্টা বাদে পুলিশি প্রহরায় আইএনপিটি দলের কাউন্টিং এজেন্ট দের দুষৃকতীদের ঘেরাটোপ থেকে মুক্ত করে পাঠিয়ে দেয়া হয় নিজ ঠিকানায়৷ ঘটনার চরম নিন্দা জানিয়ে দুষৃকতীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আইএনপিটি রাজ্য স্তরীয় নেতা মানব দেববর্মা৷
অন্যদিকে, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভোট গণনা শনিবার সকাল থেকেই৷ এ জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ ঊনকোটি জেলার দুটি আসনের ভোট গণনার জন্যও প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে৷রাত পোহালেই এডিসি নির্বাচনের ভোট গননা৷ফলাফল জানতে কাউন্টডাউন শুরু৷ ঊনকোটি জেলার দুই নং মাছমারা ও চার নং করমছড়া আসনের ভোট গননা পর্ব সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে৷কুমারঘাটের পাবিয়াছড়া সুকল গননা কেন্দ্রের দুটি হলে সকাল আটটা থেকে গননা পর্ব শুরু হবে৷প্রতিটি হলে থাকবে ৬১ গননা টেবিল৷প্রতিটি টেবিলে একজন করে কাউন্টিং সুপারভাইজার ও সহকারী গননার কাজে থাকবেন৷সহকারী রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের বিডিও মিঠুন দাস চৌধুরি জানিয়েছেন, সুচারুভাবে গননা পর্ব সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷গননা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনি৷জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার৷এদিকে ভোট গননার সময় বহিরাগত কেউ যাতে অনুমতি পত্র ছাড়া ভেতরে পেশ করতে না পারে সেই লক্ষে পাবিয়াছড়া সুকলের আশপাশে ব্যারিকেড তৈরি করা হয়েছে৷কার দখলে যাবে এডিসির ক্ষমতা, তা জানা এখন শুধু সময়ের অপেক্ষা৷

