নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যের চিকিৎসা পরিষেবার সুুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার সুুফল পরিলক্ষিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গের পর এবার আসাম থেকে চিকিৎসার জন্য আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উন্নত চিকিৎসার জন্য ছুটে এসেছেন রোগী৷ আজ রোগীর কেমোথেরাপি শুরু হয়েছে৷ আসামের নিউ বঙ্গাইগাঁও এর বাসিন্দা জহরলাল দাসের (৫৫ বৎসর) টনসিল থেকে গলায় সংক্রমণ হয়েছিল৷
দুমাস আগে প্রথমে নিউ বঙ্গাইগাঁও-এ, পরবর্তী সময় গুয়াহাটিতে ক্যান্সার শণাক্ত হয়৷ এরপর তিনি আগরতলায় উন্নততর চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি রাজ্যে আসেন৷ ডাঃ পার্থসারথি সূত্রধর তাঁকে পর্যবেক্ষণ করেন৷ প্রফেসর পি কে মাইতি, মেডিকেল সুুপারিনটেনডেন্ট ডাঃ গৌতম মজমদার, ডাঃ পার্থসারথি সূত্রধর, ডাঃ বিশ্বজিৎ দেববর্মা এবং ডাঃ দীপশিখা দাসকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন৷ সে অনুসারে আজ রোগীর কেমোথেরাপি শুরু হয়েছে৷ পশ্চিমবঙ্গ, আসামের পর এবার মণিপুরের রোগীর চিকিৎসা শুরু হলো এবিভি রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে৷
মণিপুরের বাসিন্দা ৭৩ বছর বয়স্ক ভদ্রলোকের কোলনে সমস্যা ছিল৷ তিনি উন্নততর চিকিৎসার জন্য সম্পতি রাজ্যে আসেন৷ তাঁর এণ্ডোস্কোপিতে কোলনে ক্যান্সার ধরা পড়ে৷ গত এক সপ্তাহ আগে এবিভি রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তাঁর অে’াপচারের সিদ্ধান্ত নেন৷ গত ৭ এপ্রিল সকাল এগারোটা নাগাদ অে’াপচার শুরু হয়৷ অঙ্কোসার্জন ডাঃ আশিস গুপ্তা ও ডাঃ পীতেশ রাজীব সিং অে’াপচার শুরু করেন৷ বিকেল ৫টা অবধি প্রায় ৬ ঘন্টাব্যাপী অে’াপচার চলে৷ অ্যানেসথেসিস্ট ছিলেন ডাঃ মৃণাল দেববর্মা৷ রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

