নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ৬০-৭০ টি বুথে পুনরায় ভোট চাইলো প্রদ্যুৎ৷ কারণ রাজ্যে মঙ্গলবার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বেশ কিছু জায়গায় রেগিং, ছাপ্পা ভোট এবং ভোট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে৷ বিশেষ করে টাকারজলা, খুমুলুঙ, শিলাছড়ি, বোধজং নগর সহ একাধিক এলাকায়৷ তিপরা পার্টির কর্মীদের মারধর করা হয়েছে৷ দলের বহু কর্মী আহত হয়েছে৷ থানায় মামলা করা হয়েছে৷
বিষয়গুলি রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে৷ তাই অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়া ৬০-৭০ টি বুথে পুনরায় ভোটের করার জন্য বুধবার সাংবাদিক সম্মেলনে তিপরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান৷ তিনি আরো বলেন, নির্বাচনের দিন রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা ছিল না বহু কেন্দ্রে৷ ফলে দুর্বৃত্তরা সন্ত্রাসজনক ঘটনা করেছে৷ আগামী ১০ এপ্রিল এ ডি সি ফলাফল ঘোষণার দিন ভায়োলেন্স চায় না তিপরা দল৷ আর এ লড়াই তিপরা পার্টির সাথে হচ্ছে বিজেপি’’র৷ অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তিপরা পার্টি বিজেপি’’কে মনে করে বলে জানান তিনি৷ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব এন্টনি দেববর্মা৷

