মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): প্রতি মাসে ১.৬ কোটি ভ্যাকসিনের ডোজ প্রয়োজন মহারাষ্ট্রের, সপ্তাহে সেই সংখ্যা ৪০ লক্ষ। কারণ প্রতি দিন ৬ লক্ষ মানুষকে করোনাভাইরাসের টিকা দিচ্ছে মহারাষ্ট্র। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। রাজেশ তোপে এদিন বলেন, “মহারাষ্ট্রের অর্ধেক জনসংখ্যার রাজ্য গুজরাট। এযাবৎ ১ কোটি ভ্যাকসিন পেয়েছে গুজরাট, কিন্তু মহারাষ্ট্র পেয়েছে মাত্র ১.০৪ লক্ষ ভ্যাকসিনের ডোজ। প্রতি সপ্তাহে ৪০ লক্ষ ভ্যাকসিনের ডোজ প্রয়োজন মহারাষ্ট্রের।” রাজেশ তোপে আরও বলেছেন, “অন্যান্য দেশে ভ্যাকসিন সরবরাহের পরিবর্তে নিজেদের রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা উচিত ভারত সরকারের। কেন্দ্র আমাদের সাহায্য করছে ঠিকই, কিন্তু যতটা সাহায্য প্রয়োজন ততটা সাহায্য করছে না।”
রাজেশ তোপে আরও বলেছেন, “আমি জানতে পেরেছি ৭ লক্ষ থেকে ১৭ লক্ষ পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ডোজ বাড়িয়েছে কেন্দ্র। এটাও যথেষ্ট নয়, কারণ প্রতি সপ্তাহে ৪০ লক্ষ ভ্যাকসিনের ডোজ প্রয়োজন মহারাষ্ট্রের, ১৭ লক্ষ টিকার ডোজ যথেষ্ট নয়।” মহারাষ্ট্রকে এযাবৎ কত পরিমানে টিকা দেওয়া হয়েছে সে প্রসঙ্গে রাজেশ তোপে জানিয়েছেন, “মহারাষ্ট্র এখনও পর্যন্ত ৭.৫ লক্ষ টিকার ডোজ পেয়েছে কেন্দ্রের থেকে। অথচ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা প্রভৃতি রাজ্যকে মহারাষ্ট্রের তুলনায় অধিক ভ্যাকসিন দেওয়া হয়েছে।”
2021-04-08

