নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূর্যমনিনগরস্থিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন৷
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তির পাদদেশে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন৷
মুখ্যমন্ত্রী বলেন, দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রের কল্যাণ এবং প্রান্তিক ব্যক্তির উন্নয়নের কথা ভেবে একাত্ম মানববাদ গড়ে তুলেছিলেন৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে রাষ্ট্রবাদী চিন্তাধারা এবং জনগণের উন্নয়নে নতুন দিশা নিয়ে কাজ করছে৷ এখন রাজ্যের যুব সম্পদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে উঠছে৷ জব ক্রিয়েটার তৈরি হচ্ছে৷ রাজ্যের মানুষের মধ্যে স্বনির্ভর হয়ে উঠার মানসিকতা গড়ে উঠছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় শহীদ রাজ্যের বীর সন্তান শম্ভু রায়ের মৃত্যতে গভীর শোক ব্যক্ত করে তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান৷ এই ঘটনায় আহত জওয়ান তাপস পালের দ্রত আরোগ্য কামনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস৷ এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷

