নাশকতার আগুনে পুড়ল ১৭ জন ব্যবসায়ীর ভাড়া করা গোদাম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ এপ্রিল৷৷নাশকতার আগুনে পুড়ে ছাই হলো উদয়পুর এগ্রিকালচার চৌমুহনী সিত ১৭ জন ব্যবসায়ীর ভাড়া করা গোডাউন৷সংবাদ সূত্রে জানা যায় রবিবার রাত প্রায় দশটা নাগাদ কে বা কাহারা শত্রুতামূলক ভাবে গকুলপুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট সংলগ্ণ রাস্তার পাশে গোডাউন ঘরে আগুন ধরিয়ে লাগিয়ে দেয়৷


রাতের বেলা কালবৈশাখীর প্রচন্ড তাণ্ডবের কারণে এলাকা ছিল সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায়৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে অজানা দুষৃকতীরা এই অগ্ণিকাণ্ড ঘটিয়েছে বলে এলাকা বাসির ধারনা৷ এই ১৭ জন ব্যবসায়ীর মধ্যে একজন সংবাদ জগতের সাংবাদিকতার কাজ করেন৷ ওয়াকিবহাল সূত্রের অনুমান হয়তো বা এই সাংবাদিক এমন কোন সংবাদ পরিবেশন করেন যার ফলে শত্রুতা মূলক ভাবে ঐ সাংবাদিকের প্রতি রোষ কাটাতেই এই সতেরো জনের গোডাউনে অগ্ণিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রামত পোষণ করেন৷ প্রতিশোধমূলক এই অগ্ণিকাণ্ডের ঘটনা বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন৷

সূত্র মারফৎ জানা যায় এই বিধবংসী অগ্ণিকান্ডে যে সতেরো জন ব্যবসায়ীর বিভিন্ন রকম জিনিস পুড়েেেছ, তার মধ্যে আছে কাপড়চোপড় , জুতা ,সুতা, নাইলন কুনি জাল, বের জাল, হাপ্পা ইত্যাদি৷ এই অগ্ণিকাণ্ডের ঘটনায় কত টাকার মাল পড়েছে সেই ব্যাপারে কোন অনুমান করা সম্ভব না হলেও সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন৷৷ সব মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় গোডাউন মালিক৷তবে এই সতের জন ব্যবসায়ীর সম্পূর্ণ পুঁজি অগ্ণিগর্ভে ভস্মীভূত হওয়ায় অনেকে কোমড় তুলে দাঁড়াতে পরবেন না বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন৷৷ আগামীতে ব্যবসায় নামার পুঁজি হাতে নেই৷ প্রশাসনের সহযোগিতায় বিপদগ্রস্থ ব্যবসায়ীর ঘুরে দাঁড়াতে সরকারী সাহায্য একান্ত প্রয়োজন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *