নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ৫ এপ্রিল৷৷ একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অমরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রথম ঘটনা অমরপুর কাউয়ামারা সমতল পাড়া এলাকায়৷ এই এলাকার গৌতম দাস, বয়স বত্রিশ গতকাল থেকে নিখোঁজ ছিলেন বলে বাড়ির লোকজন বীরগন থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন৷
মৌখিক অভিযোগ পেয়েই বীরগঞ্জ থানার ও সি সুমন আচার্যী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, খোঁজ খবর নিয়ে ও সি সুমন আচার্যী যখন জানতে পারেন গৌতম দাস গতকালই গোমতির জলে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়েছেন, তখন ওসি সুমন আচার্য এন ডি আর এফ টিমকে খবর দেন- এন ডি আর এফ আজ সকালে গোমতির জলে তল্লাশি করার আগেই এলাকাবাসী গৌতমের মৃত দেহ গোমতির জলে ভাসতে দেখে বীরগন থানায় খবর দেন৷
ময়না তদন্তের পর গৌতমের মৃত দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷গৌতমের মৃত্যু সংবাদ পেয়ে এলাকার বিধায়ক রনজিৎ দাস গৌতমের বাড়ি গিয়ে শোক প্রকাশ করেন৷ এই ঘটনার পাশাপাশি গতকাল একই থানার অন্তর্গত শংকর পল্লী এলাকার রনজিৎ সাহার ছেলে রাকেশ সাহা(৪০) বাড়ির নিকটবর্তী একটি গাছে আজ ভোরে ফাঁসিতে আত্মহত্যা করে৷ একই দিনে একই থানার অন্তর্গত দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অমরপুরের শংকর পল্লী এলাকায় ও কাউয়ামারা সমতল পাড়া এলাকা সহ সমগ্র অমরপুরে শোকের ছায়া নেমে এসেছে৷