ল্যাবরেটরী টেকনিশিয়ানদের ধর্ণা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ানদেরবিল্ স্থায়ী পদে নিযুক্তির দাবিতে সোমবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে অল মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্য চিকিৎসা পরিষেবা সম্প্রসারিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী নিয়োগ খুবই জরুরী৷ অথচ রাজ্য সরকার মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ানদের দীর্ঘদিন ধরে নিযুক্ত করছে না৷ রাজ্যে বর্তমানে প্রায় দুই হাজার প্রশিক্ষিত মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান রয়েছে৷

স্বাস্থ্য দপ্তরের তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক শূন্য পদ রয়েছে৷ তদুপরি এই সংকটময় মুহূর্তেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না৷এসব বিষয় নিয়েই সোমবার অল মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ডেপুটেশন প্রদানকালে সংগঠনের নেতা সৈকত কুমার রায় জানান গত চার বছর আগে কিছু সংখ্যক পদের নিয়োগ করা হয়েছিল৷ এরপর হাতেগোনা কিছু লোকজনকে অস্থায়ী পদে নিযুক্ত করা হয়৷ রাজ্যে দুই হাজারেরও বেশি প্রশিক্ষিত বেকার থাকা সত্ত্বেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না৷ অবিলম্বে তাদেরকে নিযুক্ত করার ব্যবস্থা করতে তারা দাবি জানিয়েছেন৷স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বর্তমানে ১৪১ শূন্য পদ রয়েছে৷ এছাড়া আরও ৩৪১ টি অনুমোদিত পদ রয়েছে৷

স্বাস্থ্য অধিকর্তা ডেপুটেশন গ্রহণ করে আশ্বস্ত করেছেন বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন৷বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সোমবার শহীদ ভগৎ সিংয়ের শহীদান দিবস উপলক্ষে রাজধানীর শিশু গৃহে শিশুদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়৷রাজনৈতিক কর্মসূচি ছাড়াও বাম ছাত্র যুব সংগঠন সামাজিক কর্মসূচি পালনে সারা বছর কাজ করে চলেছে৷সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর শিশু বিহার সুকল সংলগ্ণ শিশু গৃহে অনাথ শিশুদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন৷ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর কৃষ্ণনগর অঞ্চল কমিটির সম্পাদক জয়দীপ কর জানান ভগৎ সিংয়ের শহীদান দিবস উপলক্ষে তারা শিশুদের মধ্যে এই খাদ্য সামগ্রী প্রদান করেছেন৷আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *