গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : পঞ্চদশ অসম বিধানসভার তৃতীয় তথা অন্তিম দফার নির্বাচন আগামীকাল ৬ এপ্ৰিল। আগামীকাল অনুষ্ঠেয় রাজ্যের ১২টি জেলার ৪০টি আসনে মোট ৭৯,১৯,৬৪১ ভোটার ৯৪৬ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ধারণ করবেন। মোট ভোটারের মধ্যে ৪০,১১,৫৩৯ জন পুরুষ, ৩৯,০৭,৯৬৩ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩৯ জন। এছাড়া প্রবাসী ভারতীয় ভোটার রয়েছেন দুজন এবং সার্ভিস ভোটার ২৬,৪৬০ জন।
তৃতীয় তথা অন্তিম দফায় ৪০টি কেন্দ্রে যে সকল দল ও প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা যথাক্রমে —
দক্ষিণ শালমারা জেলার ২১ নম্বর মানকাচরে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট শরিক অগপ মনোনীত প্রার্থী জাভেদ ইসলাম, কংগ্রেস মহাজোটের এআইইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম,
২২ নম্বর শালমারা দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী আসাদুল ইসলাম, কংগ্রেসের ওয়াজেদ আলি চৌধুরী, রাইজর দলের নজরুল ইসলাম
ধুবড়ি জেলার ২৩ নম্বর ধুবড়ি আসনে বিজেপি প্রার্থী ডা. দেবময় সান্যাল, এআইইউডিএফ-এর নজরুল হক, অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর আজাদ আলি শেখ,
২৪ নম্বর গৌরীপুর আসনে বিজেপির বনেন্দ্র মুশাহারি, এআইইউডিএফের নিজানুর রহমান, এজেপির আরিফুল ইসলাম,
২৫ নম্বর গোলকগঞ্জ আসনে বিজেপি মনোনীত প্র্রার্থী অশ্বিনী রায় সরকার, কংগ্রেসের আব্দুস সবাহুন আলি সরকার, এজেপির আতিকুর রহমান,
২৬ নম্বর বিলাসীপাড়া পশ্চিম আসনে বিজেপির আবু বক্কর সিদ্দেক, এআইইউডিএফের হাফিজ বসির আহমেদ, রাইজর দলের আলি আকবর মিয়াঁ,
২৭ নম্বর বিলাসীপাড়া পূর্ব আসনে বিজেপি প্রার্থী অশোক কুমার সিংঘী, এআইইউডিএফের সামসুল হুদা, এজেপির ডা. কানুলাল দাস,
২৮ নম্বর গোসাঁইগাঁওয়ে বিজেপি মিত্রজোট শরিক ইউপিপিএল-এর সোমনাথ নার্জারি, কংগ্রেস মহাজোটের বিপিএফ প্রার্থী মাজেন্দ্র নার্জারি,
কোকরাঝাড় জেলার ২৯ নম্বর কোকরাঝাড় পশ্চিম (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে ইউপিপিএল প্রার্থী মনরঞ্জন ব্রহ্ম, বিপিএফ প্রার্থী রবিরাম নার্জারি,
৩০ নম্বর কোকরাঝাড় পূর্ব (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে ইউপিপিএল মনোনীত প্রার্থী লরেন্স ইসলারি, বিপিএফ-এর প্রমিলারানি ব্রহ্ম,
চিরাং জেলার ৩১ নম্বর সিদলি (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে ইউপিপিএল-এর জয়ন্ত বসুমতারি, বিপিএফ-এর চন্দন ব্রহ্ম,
বঙাইগাঁও জেলার ৩২ নম্বর বঙাইগাঁও আসনে বিজেপি মিত্রজোটের অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরী, ভারতীয় জাতীয় কংগ্রেসের শংকর প্রসাদ রায়, এজেপির দিপু চৌধুরী,
চিরাং জেলার ৩৩ নম্বর বিজনি আসনে বিজেপির অজয় কুমার রায়, বিপিএফ-এর কমলসিং নার্জারি, এজেপির রূপম কুমার দাস,
বঙাইগাঁও জেলার ৩৪ নম্বর অভয়াপুরী উত্তরে অগপ-র ভূপেন রায়, কংগ্রেসের আব্দুল ভাতিম খন্দকার, এজেপি-র অজন্তা বরুয়া,
৩৫ নম্বর অভয়াপুরী দক্ষিণ (তফশিলি জনজাতি সংরক্ষিত) অগপ-র পুনেন্দ্র বণিক্য, কংগ্রেসের প্রদীপ সরকার,
গোয়ালপাড়া জেলার ৩৬ নম্বর দুধনৈ (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে বিজেপির শ্যামজিৎ রাভা, কংগ্রেসের যাদব স্বর্গিয়ারি,
৩৭ নম্বর গোয়ালপাড়া পূর্ব আসনে অগপ প্ৰাৰ্থী জ্যোতিষ দাস, কংগ্ৰেসের আব্দুল রশিদ কালাম, এজেপি-র ইমদাদ হুসেন,
৩৮ নম্বর গোয়ালপাড়া পশ্চিম আসনে এজিপি প্রার্থী শেখ শাহআলম, কংগ্রেসের মহম্মদ আব্দুর রশিদ মণ্ডল, এজেপি-র সফিকুর রহমান,
৩৯ নম্বর জলেশ্বর আসনে বিজেপি প্রার্থী ওসমান গনি, কংগ্রেসের আফতাব উদ্দিন মোল্লা, এজেপি-র রশিদুল হক,
বরপেটা জেলার ৪০ নম্বর সরভোগ আসনে বিজেপি প্রার্থী শংকরচন্দ্র দাস, সিপিআইএম-এর মনরঞ্জন তালুকদার,
বজালি জেলার ৪১ নম্বর ভবানীপুরে অগপ প্রার্থীররঞ্জিত ডেকা, এআইইউডিএফ-এর ফণী তালুকদার, রাইজর দলের কমল কুমার মেধি,
৪২ নম্বর পাটাসারকুচি আসনে বিজেপি মনোনীত প্রার্থী রঞ্জিত কুমার দাস, কংগ্রেসের শান্তনু শর্মা, এজেপি-র পবীন্দ্র ডেকা,
বরপেটা জেলার ৪৩ নম্বর বরপেটা আসনে অগপ-র গুনীন্দ্রনাথ দাস, কংগ্রেসের আব্দুর রহিম আহমেদ,
৪৪ নম্বর জনিয়া আসনে বিজেপির শহিদুল ইসলাম, এআইইউডিএফ প্রার্থী হাফিজ রফুকুল ইসলাম, রাইজের দলের আশ্রাফুল ইসলাম,
৪৫ নম্বর বাঘবরে বিজেপি মনোনীত প্রার্থী হাসিনারা খাতুন, কংগ্রেসের শেরমান আলি
৪৬ নম্বর সরুক্ষেত্রী আসনে মিত্রজোটের অগপ প্রার্থী কল্পনা পাটোয়ারি, কংগ্রেসের জাকির হুসেন সিকদার, এজেপি-র মানিকচন্দ্র বরা,
৪৭ নম্বর চেঙা আসনে অগপ প্রার্থী রবিউল হুসেন, কংগ্রেসের শুকুর আলি আহমেদ, এজেপি-র গিয়াজউদ্দিন আহমেদ,
কামরূপ (গ্রামীণ) জেলার ৪৮ নম্বর বকো (তফশিলি জাতি সংরক্ষিত) আসনে অগপ প্রার্থী জ্যোতিপ্রসাদ দাস, কংগ্রেসের নন্দিতা দাস, এজেপি-র দীপজ্যোতি দাস,
৪৯ নম্বর ছয়গাঁও আসনে মিত্ৰজোট শরিক অগপ প্রার্থী কমলাকান্ত কলিতা, কংগ্রেসের রেকিবুদ্দিন আহমেদ, এজেপি-র দেবজ্যোতি আধিকারী,
৫০ নম্বর পলাশবাড়ি আসনে বিজেপি প্রার্থী হেমাঙ্গ ঠাকুরিয়া, কংগ্রেসের যতীন মালি, এজেপি-র পঙ্কজলোচন দেবগোস্বামী,
কামরূপ (মেট্রো) জেলার ৫১ নম্বর জালুকবাড়ি আসনে বিজেপির হিমন্তবিশ্ব শর্মা, কংগ্রেসের রমেনচন্দ্র বরঠাকুর, রাইজর দলের হেমন্ত কুমার সুত,
৫২ নম্বর দিশপুর আসনে বিজেপির অতুল বরা, কংগ্রেস মহাজোট মনোনীত মনজিত মহন্ত, এজেপির প্রিন্স ফইজুল হক,
৫৩ নম্বর গৌহাটি পূর্ব আসনে বিজেপির সিদ্ধার্থ ভট্টাচার্য, কংগ্রেসের অসীমা বরদলৈ, এজেপির অদীপ ফুকন,
৫৪ নম্বর গৌহাটি পশ্চিমে অগপ প্রার্থী রমেন্দ্রনারায়ণ কলিতা, কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী, রাইজর দলের ধনঞ্জয় কলিতা,
কামরূপ (গ্রামীণ) জেলার ৫৫ নম্বর হাজো আসনে বিজেপির সুমন হরিপ্রিয়া, কংগ্রেসের আনোয়ার হুসেন, এজেপির দুলু আহমেদ,
বাকসা জেলার ৫৮ নম্বর তামুলপুর আসনে মিত্রজোটের ইউপিপিএল প্রার্থী লেহোরাম বড়ো, বিপিএফ-এর রামদাস বসুমতারি, রাইজর দলের নগেনচন্দ্র দাস,
নলবাড়ি জেলার ৬০ নম্বর বরক্ষেত্রী আসনে বিজেপির নারায়ণ ডেকা, কংগ্রেসের দিগন্ত বর্মন, এজেপির পুলকেশ বরুয়া,
৬১ নম্বর ধর্মপুর আসনে বিজেপির চন্দ্রমোহন পাটেয়ারি, কংগ্রেসের রাতুল পাটোয়ারি, এজেপির ড. শেখরকুমার শর্মা,
বাকসা জেলার ৬২ নম্বর বরমা (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে ইউপিপিএল প্রার্থী ভূপেন বড়ো, বিপিএফ-এর প্রবীণ বড়ো,
৬৩ নম্বর চাঁপাগুড়ি (তফশিলি জনজাতি সংরক্ষিত) আসনে ইউপিপিএল-এর উর্খাওগৌরা ব্রহ্ম, বিপিএফ-এর হিতেশ বসুমতারি, রাইজের দলের সুজন দাস।