নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ উদয়পুর এর পূর্ব গোপালপুরে আলেক মিয়া হত্যাকান্ডে জড়িত আরো একজনকে গ্রেফতার করেছে রাধাকিশোর পুর থানার পুলিশ৷গত ২৬ মার্চ শুক্রবার উদয়পুর মহকুমার পূর্ব গকুলপুর এলাকার আলেক মিয়াকে গাছের ডাল দিয়ে আঘাত করার পর নিজ বাড়িতেই আলেক মিয়া নিহত হন৷
ঘটনার খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জানতে পারে তারই শ্যালক ফরিদ মিয়া তাকে হত্যা করেছে৷ আলেক মিয়ার পরিবারের লোকজন রাধা কিশোর পুর থানায় একটি মামলা করেন৷যার নম্বর ৫৫/২১ ভারতীয় দন্ডবিধি ৩০২ আইপিসি ধারায় মামলা হয়৷এদিকে গত ২৯ শে মার্চ সোমবার রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথের কাছে খবর আসে মূল আসামী ফরিদ মিয়া পূর্ব গকুলপুরে অবস্থান করছে৷ সঙ্গে সঙ্গে ওসি সহ পুলিশ বাহিনী গিয়ে ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে৷
এদিকে শুক্রবার দুপুরে ফরিদ মিয়ার স্ত্রী নূর জাহান বিবিকেও রাজারবাগ থেকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে৷ সাব ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷আলেক মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

