ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স) : আজ ২ এপ্রিল ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তির দিন৷ ১০ বছর আগে এইদিনে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত৷ কপিল দেবের পর মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল ওয়ান ডে বিশ্বকাপ৷
১৯৮৩ সালের ২৫ জুন কপিলের হাত ধরে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত৷ তার প্রায় ২৭ বছর পর ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ৷ ১০ বছর আগের ২ এপ্রিলের রাত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী ছিল ধোনির বিশ্বজয়ের৷ যা কাশ্মীর থেকে কন্যকুমারীকা, আসমুদ্রহিমাচল গর্জে উঠেছিল ধোনির জয়ধ্বনিতে৷  ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি৷ শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেকারাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন ধোনি৷ যা ক্রিকেট বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবে৷