যুব মোর্চা সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে শান্তিরবজারে সড়ক অবরোধ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ এপ্রিল৷৷ বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে মারধরর অভিযোগ এনে শান্তিরবাজারে আজ জাতীয় সড়ক অবরোধ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা৷ তাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন এবিভিপি সদস্যরা৷ টানা দুই ঘন্টা অবরোধর পর মহকুমা পুলিশ আধিকারিকের প্রতিশ্রুতিতে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে৷


এবিভিপি সদস্যদের অভিযোগ, গত মঙ্গলবার শান্তিরবাজার ডিগ্রী কলেজে সংগঠনের নতুন কমিটি গঠন করার সময় পরিষদের কয়েকজন সদস্য আক্রান্ত হন৷ ওই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করে পরিষদ৷ কিন্ত, বিজেপি যুব মোর্চার দক্ষিন জেলা সভাপতি সুমন দেবনাথর হস্তক্ষেপে থানার ওসি প্রথমে মামলা নিতে রাজি ছিলেন না৷ পরে মামলা গ্রহণ করলেও কলেজ চত্ত্বরে কোন নিরাপত্তার ব্যবস্থা করেনি পুলিশ৷ ফলে, গতকাল যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি দলবল নিয়ে এবিভিপির সদস্যদের উপর চড়াও হন৷ তাই, আজ নিরাপত্তা এবং সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল৷


পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৪ টা ৫০ মিনিট নাগাদ জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা৷ তারা সুমন দেবনাথকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন৷ টানা দুই অবরোধ চলার পর মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অভিযুক্ত-কে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন৷ তার প্রতিশ্রুতির ভিত্তি বিদ্যার্থী পরিষদের সদস্যরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন৷