২৯৪ আসনের মধ্যে নন্দীগ্রাম এবার ‘হট সিট’ আসন। মমতা এবং শুভেন্দু জমিরক্ষা আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এক সময়। এই নন্দীগ্রামেই এবার সম্মুখসমরে মমতা ও শুভেন্দু। সকালে নন্দীগ্রামের জনগণের উদ্দেশে শুভেন্দু বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল মাত্রায় ভোট দিন, কারণ নন্দীগ্রামের দিকে তাঁকিয়ে রয়েছে সমগ্র দেশ।” মমতা ও শুভেন্দুর মতো ‘হেভিওয়েট’ প্রার্থীর পাশে আলোচনায় রয়েছেন নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। দ্বিতীয় দফার ‘ভিআইপি’ প্রার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা, ভারতী ঘোষ, মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর প্রমুখ। চণ্ডীপুর আসনে অভিনেতা সোহম চক্রবর্তীকে লড়াইয়ে নামিয়েছেন মমতা। সোহমের পাশাপাশি বৃহস্পতিবার রাজনীতিতে নবাগতা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও ভাগ্য পরীক্ষা। সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি, এবার বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন্তিকা। বিজেপির টিকিটে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় লড়ছেন খড়্গপুর সদরে। এই দফায় বিজেপি-র আরও এক তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। পূর্ব মেদিনীপুরের ময়নায় তাঁকে প্রার্থী করেছে বিজেপি। এই দফায় নজরে রয়েছে আর এক আসন ডেবরা। দুই প্রাক্তন আইপিএস অফিসারের লড়াই সেখানে। বিজেপি-র ভারতী ঘোষ বনাম তৃণমূলের হুমায়ুন কবীর। রাজনীতিক সবং-এর মানস ভুঁইয়াও এই দফায় প্রার্থী। দীর্ঘ ৪০ বছর পশ্চিম মেদিনীপুরের সবং থেকে লড়াই করে আসছেন তিনি।
2021-04-01