আমেরিকায় কোভিডে ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু আরও ১,১১৫ জনের

ওয়াশিংটন, ১ এপ্রিল (হি.স.): আমেরিকায় ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮,৭৫৬ জন। পাশাপাশি এক হাজার ছাড়িয়ে বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,১১৫ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩১,১৬৬,৩৪৪-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ১,১১৫ জন বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ২৫৬ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,১১৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,১৬৬,৩৪৪-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,৬৭৩,৪৬২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৯ লক্ষ ২৭ হাজার ৬২৬ জন।