প্রয়াত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমন সিনহাকে স্মরণ করল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত সিনহার ২৩ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ মূল অনুষ্ঠান হয় আগরতলায় সিপিআইএম সদর কার্যালযয়ে৷ ১৯৯৮ সালের একত্রিশে মার্চ ধলাই জেলার কমলপুরে মানিক ভান্ডারের ভাঙ্গার পাড় এলাকায়সন্ত্রাসবাদীদ্ তত্ত্ব বুলেটে নিহত হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা৷

তারেক ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে আনার জন্য সন্ত্রাসবাদীদের কথামতো সেখানে গিয়েছিলেন তিনি৷বিমল সিনহাকে হত্যা করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে তাকে সেখান থেকে নিয়েছিল সন্ত্রাসবাদীরা৷তাদের ফাঁদে পা দিয়ে ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন তিনি৷ আজ তার ২৩ তম শহীদান দিবস৷ আগরতলায় সিপিআইএম সদর কার্যালয়ের সামনে এ উপলক্ষে বুধবার সকালে এক স্মরণসভার আয়োজন করা হয়৷শহীদ বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ তার জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ কমলপুর সহ রাজ্যের অন্যান্য স্থান থেকেও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত বিমল সিনহার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *