নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ তৃণমূলনেত্রীর

কলকাতা, ৩০ মার্চ (হি স)। নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভোটের আগে শেষবেলার প্রচারে রোড শো করলেন মমতা। রোড শো’র পাশাপাশি সভাও করলেন তৃণমূল সুপ্রিমো। রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বললেন, ‘৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।’

এরপরই মমতা বলেন, ‘ভালো করে ভোট করে নিন, তারপর পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে।’ বিজেপি-কে তুলোধনা করে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘নন্দীগ্রাম ও বাংলা থেকে বিজেপি-কে বোল্ড আউট করে দিন।’ নন্দীগ্রামে কেন ভোটে দাঁড়ালেন, এ নিয়ে এদিন ফের মমতা বলেন, ‘নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না।“