নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বিজেপি দল যেহেতু বুঝতে পেরেছে যে এডিসি নির্বাচনে পরিবর্তন হচ্ছে, তাই, তারা ভোটারদের প্রভাবিত করতে কৌশল রাজনীতি শুরু করেছেন বলে জানিয়েছেন তিপ্রা’র চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ৷
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদ্যোত বিজেপির ইস্তেহার প্রকাশের সময় তিপ্রা’রচেয়ারম্যানের বিরুদ্ধে বক্তব্যের জন্য উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যে দায়িত্বশীল পদে বসে থাকা লোকদের কাছ থেকে এটি গ্রহণযোগ্য নয়৷ তিনি আরও বলেছেন যে তাঁর দলের বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়া হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে তিপ্রা কমিউনিস্ট পার্টির সাথে বোঝাপড়া করেছে৷
প্রদ্যোত বলেন, সমগ্র কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ছিল আমার পরিবার৷ তিনি বলেন, যে তাঁর এজেন্ডার কোনোওটাই ডান বা বামদের সাথে নেই, তবে কেন্দ্রে রয়েছে৷ প্রশ্ণ, ‘‘আমি জিজ্ঞাসা করতে চাই, সিপিআইএম বা বিজেপির সাথে নয় এমন একটি রাজনৈতিক দল থাকা কি ভুল? আমার রাজ্যের জনগণের জন্য কিছু করার আমার নিজস্ব লক্ষ্য রয়েছে এবং এটি আমার দল তিপ্রা’র মূল লক্ষ্য’’৷
দলীয় প্রতীকের ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে তিপ্রা’র চেয়ারম্যান বলেছেন যে এই পার্টি এখনও নিবন্ধিত না হওয়ায় তার দল টিপ্রল্যান্ড স্টেট পার্টির (টিএসপি) এর প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করবে৷