শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা। মঙ্গলবার সকালে শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লার করোনা-আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন ফারুকের ছেলে এবং ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি ওমর আবদুল্লা। ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, “আমার বাবা করোনা-আক্রান্ত হয়েছেন এবং মৃদু উপসর্গ দেখা যাচ্ছে।”
একইসঙ্গে টুইটে ওমর আবদুল্লার সংযোজন, “যতক্ষন না পর্যন্ত টেস্ট করাচ্ছি, ততক্ষন আমি এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেলফ আইসোলেশনে থাকব। বিগত কিছু দিনে আমাদের সান্নিধ্যে যাঁরা এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি, নিজেদের করোনা-পরীক্ষা নেবেন এবং সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।”
2021-03-30