বড়দোয়ালীতে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড়দোয়ালির একটি ভাড়া বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবতী৷
বড়দোয়ালির একটি ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আগরতলা মহিলা থানার পুলিশ৷ মৃত যুবতীটির নাম নমিতা দাস৷ বাড়ি শিলাছড়ি৷ জানা যায় ভাড়া বাড়িতে থেকে একটি শপিং মলে কাজ করত ওই যুবতী৷ একি করে অপর এক যুবতীও থাকতো৷ সে নিমন্ত্রণ খেতে অন্যত্র চলে গিয়েছিল৷ফিরে এসে তাঁকে ডাকাডাকি করে কোনো উত্তর না পেলে বিষয়টি বাড়ির মালিককে জানায় ওই যুবতী৷


খবর দেওয়া হয় পুলিশকে৷খবর পেয়ে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷তার সঙ্গে একই রুমে যে যুবতীটি থাকত সে জানিয়েছে কেন সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন কিছুই জানেনা৷ তার কাছে কোনদিন কোন কিছু খুলে বলেছ বলেও জানায়৷
পুলিশ তার বাড়িতে খবর পাঠিয়েছে৷ খবর পেয়ে পরিবারের লোক সংখ্যা আগরতলায় ছুটে আসেন৷ আত্ম হত্যার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *