ওয়াশিংটন, ২৩ মার্চ (হি.স.): আমেরিকায় অনেকটাই কমল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫,৭৪৮ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,৫৭৬,৯৬২-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৩৬ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৪৫ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭৪৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৫৭৬,৯৬২-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৮৪৬,০০৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭১ লক্ষ ৭৫ হাজার ০১৪ জন।
2021-03-23