আগরতলা, ২২ মার্চ (হি. স.) ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর টিম ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে তৈরি করতে রাজ্যকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করতে চাইছেন৷ রাজ্যপাল রমেশ বৈসও গত ১৯ মার্চ বিধানসভা অধিবেশনের প্রারম্ভিক ভাষণে বলেছেন, মডেল স্টেট হতে হলে ত্রিপুরাকে আগে আত্মনির্ভর হতে হবে৷
আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা শুরু করে শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এ-কথা বলেন৷ এদিন ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর ট্রেজারি বেঞ্চের নয়জন বিধায়ক এবং বিরোধী দলের চার বিধায়ক আলোচনা করেন৷ আলোচনার পর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর বিরোধীদের আনা সংশোধনী প্রস্তাবগুলি বাতিল হয়ে যায় এবং ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত তিন বছরে রাজ্য সরকার কী কী কাজ করেছে, রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কী, দিশা কী, তা রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হয়েছে৷ প্রধানমন্ত্রীর সব-কা সাথ, সব-কা বিকাশ, এই নীতি রাজ্য সরকারও কার্যকর করছে৷ রাজ্য সরকার ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিণত করার কাজ করছে৷ মন্ত্রী বলেন, নয়া শিক্ষানীতি অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৩০ হাজার শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ তাদের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি এনসিইআরটি কর্তৃপক্ষও প্রশংসা করেছে৷ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের পদ্ধতি মডেল হিসেবে গ্রহণ করে সারা দেশেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷
শিক্ষামন্ত্রী বিধানসভায় তথ্য তুলে ধরে জানান, গত তিন বছরে রাজ্যে নিজস্ব সম্পদের পরিমাণ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ত্রিপুরা স্বাবলম্বী হচ্ছে৷ পূর্বতন সরকার চায়নি ত্রিপুরা স্বাবলম্বী হোক৷ তারা সব সময়ই পরনির্ভরতার রাজনীতি করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ গুণগত শিক্ষার সম্প্রসারণে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ৪৫টি সংস্কার এনেছে৷ তিনি আরও ১৮টা একলব্য আবাসিক বিদ্যালয় তৈরি করা, শিলং-এ ছাত্রাবাস তৈরি করার কথাও তুলে ধরেন৷
স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী উদ্ধৃতি দিয়ে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দারিদ্র দূরীকরণ, শিল্পের প্রসার, জনজাতি অংশের মানুষের উন্নয়ন, ব্রু সমস্যার সমাধানের কথাও তুলে ধরেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে রাজ্যের সবাই মনে করেন এটা আমাদের রাজ্য৷ আমাদের সরকার৷ মডেল ত্রিপুরা গড়ার কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷