নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ১১ মহারানী তেলিয়ামুড়া স্বশাসিত জেলা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকহিংসাত্মক কার্যকলাপের শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ মানিক বাজার এলাকায় তিপ্রা দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগে করা হয়েছে৷ অভিযোগের তীর আইপিএফটি দিকে৷ পক্ষান্তরে আইপিএফটি দলের পক্ষে এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দেয়৷
রবিবার সকালে আইপিএফটি দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক নির্বাচনী প্রচার মিছিল বের হয়৷ এই মিছিলটি মানিক বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আইপিএফটি উত্তর গোকুলনগর রিজিওনাল অফিস প্রাঙ্গণে সমাপ্ত হয়৷ তিপ্রা দলের কর্মীদের অভিযোগ আইপিএফটি মিছিল করার সময় রাস্তার পাশে থাকা তাদের ফ্ল্যাগ জমিতে এবং পুকুরের মধ্যে ফেলে দেয়৷তাদের আরও অভিযোগ পুলিশের সামনে ফ্ল্যাগ গুলি গুটিয়ে ফেলে দিলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে৷ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশ ছুটে যায় মানিক বাজার এলাকায়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷
যেকোনো সময় এলাকায় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ এদিকেএক সাংবাদিক সম্মেলন করে তিপ্রা দলের অভিযোগকে খারিজ করা হয়৷ তাদের পক্ষ থেকে অভিযোগ পুলিশের সামনে যদি ঘটনা ঘটত তাহলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত৷তিপ্রা দলের অভিযোগ মনগড়া এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়৷এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জন্য প্রচুর টি এস আর বাহিনী মোতায়েন করা হয়েছে৷বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে৷