হটাত বৃদ্ধি, রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১০ জন

আগরতলা, ১৯ মার্চ (হি. স.)৷৷ করোনার দ্বিতীয় ডেউ ত্রিপুরাতেও আছড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে৷ গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ যা গত বেশ কয়েক মাসের মধ্যে সর্বাধিক বলে সরকারি তথ্যে প্রমাণ মিলেছে৷ ইতিমধ্যে সারা দেশেই করোনা-র দ্বিতীয় ডেউ তাণ্ডব শুরু করেছে৷ স্বাভাবিকভাবে, ত্রিপুরায় করোনা নিয়ে এই রিপোর্ট যথেষ্ঠ চিন্তাজনক, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷


ত্রিপুরায় স্বাস্থ্য দফতর-র মিডিয়া বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় মোট ৭৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ১০১ টি এবং রেপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে ৬৬৩ জনর৷ তাদের মধ্যে আরটি-পিসিআর এর মাধ্যমে ৬ জনের এবং র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের, গৃহে একান্তাবাস-এ থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে, আজ এক জন করোনা সংক্রমিত সুস্থ হয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩৪৫৪ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে ৩৩০২০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৷ নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি৷ তবে, ত্রিপুরায় মোট ৩৮৮ জনের করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে৷