নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): নরেন্দ্র মোদী সরকারকে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, বর্তমান কেন্দ্রীয় সরকার দেশে বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্রতা বাড়িয়েছে। সরকার শুধুমাত্র উপার্জন ও আয় বাড়িয়েছে বন্ধুদের। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি মিডিয়া রিপোর্ট আপলোড করেছেন রাহুল। ওই মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতেই মোদী সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
এদিন রাহুল টুইটারে প্রশ্ন করেন, আবার উত্তরও নিজেই দিয়ে দিয়েছেন। রাহুল গান্ধী টুইটারে লেখেন, “এই সরকার কী বাড়িয়েছে?” এরপর উত্তরে রাহুল লেখেন, “বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্রতা এবং শুধুমাত্র মিত্রদের (বন্ধুদের) উপার্জন।” প্রতিদিনই কোনও না কোনও ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেই চলেছেন রাহুল গান্ধী। শনিবার বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্রতা নিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন রাহুল।