এডিসি ভোট : ঋষ্যমুখ ও টাকারজলায় রাজনৈতিক সংঘর্ষ, আগুনে পুড়ল বাইকআহত বহু, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই পাহাড়ি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত ততই তীব্র হতে শুরু করেছে৷সবকটি দলই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছে৷ভোট প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে ব্যাপক হিংসাত্মক ঘটনার খবর আসতে শুরু করেছে৷ ঋষ্যমুখ বিধানসভার মনিরামবাড়ি এডিসি ভিলেজে ঘটে সংঘর্ষ৷ তাছাড়া টাকারজলাতেও হয় দুই দলের সংঘর্ষ৷


শুক্রবার বেলা ১১ টা নাগাদ টাকারজায় আইপিএফটির দলীয় অফিসে হামলা চালিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ত্রিপরা মথা দলের কর্মী সমর্থকরা৷ হামলায় আইপিএফটির দুই নেতা গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের প্রথমে টাকার জলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় টাকার জলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তার নাম ইন্দ্রজিৎ কলই৷ আহত অপর একজন টাকার জলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় টাকারজলায় শুক্রবার তীপরা মথা দলের এক নির্বাচনী সভার আয়োজন করা হয়৷ সভার আগে এক মিছিল সংঘটিত করা হয়৷মিছিলটি যখন আইপিএফটি দলের অফিসের সামনে দিয়ে আসছিল তখনই অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদএলাকায় উত্তেজনাকর পরিস্থিতি যে বৃদ্ধি পেয়ে চলেছে এই ঘটনার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে৷


এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও আইপিএফটি ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এডিসি’র পূর্ব মুহুরীপুর-ভুরাতলি কেন্দ্রে উধর্বমুখী রাজনৈতিক উত্তাপ৷ সংঘর্ষে আহত হয়েছেন উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি বাইক৷ শুক্রবার পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার মনিরামবাড়ি এডিসি ভিলেজে ঘটে এই সংঘর্ষ৷ জানা যায়, এই কেন্দ্রের নির্দল প্রার্থী ঐ দিন ডোর টু ডোর প্রচারে যান৷ সঙ্গে ছিল এলাকার বিজেপি কর্মীরা৷


আইপিএফটির অভিযোগ প্রচারের সময় জোটধর্ম দূরে রেখে বিজেপি কর্মীরা ভোটারদের মধ্যে নির্দল প্রার্থীর অটো সিম্বলে ভোট দেওয়ার প্রচার করছে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বেধে যায় সংঘর্ষ৷ সংঘর্ষে আহত হন উভয় শিবিরের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক৷ ভেঙে ফেলা হয় বিজেপি কর্মীদের পাঁচটি বাইক৷ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এডিসির নির্বাচনী এলাকাগুলি৷ ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *