দল বাড়ছে এইসব হতেই পারে’: দিলীপ ঘোষ

কলকাতা,১৮ মার্চ ( হি স): আর বেশি দেরি নেই নির্বাচনের। তারই মাঝে নির্বাচনের দিন এগিয়ে আসতেই বেড়েই চলেছে বিজেপি তৃণমূল তরজা।সেই সঙ্গে বাড়ছে বিজেপির দলীয় কর্মীদের উত্তেজনাও । যা নিয়ে  বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, ‘দল বাড়ছে এইসব হতেই পারে’   ।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ‘ শেষ পর্যায়ের প্রার্থী তালিকা তৈরির কাজ শেষ । হয়ত আজকেই ঘোষণা হয়ে যাবে । নির্বাচন প্রস্তুতি কতদূর হয়েছে, কীভাবে হচ্ছে সেই নিয়ে আলোচনা চলে । সেই খোঁজ নেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন হলে এরকম ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে । দলের নেতারা কথা বলছেন সকলের সঙ্গে । একসঙ্গে মিলে বিজেপিকে জেতাব। দল বাড়ছে, এইসব হতেই পারে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *