কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে ভারত

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি. স.)  : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করবে ভারত। নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে একথা জানানো হয়েছে।  
জানা গেছে, ঐতিহাসিক কনসার্টের নেতৃত্ব দেবেন পণ্ডিত রবিশংকরের মেয়ে অনুষ্কা শংকর এবং দ্য বিটলসের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।
এর আগে মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত তৈরি ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ১৯৭১-এ আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল। সেবার অনুষ্ঠান আয়োজনে প্রবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অনুষ্ঠানের নেতত্ব দেন পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসন। প্রসঙ্গত, চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এই সফরে কনসার্টের ঘোষণা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *