নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিক উদ্বোধন হল ভারত ও বাংলাদেশের সীমান্তে ফেনী নদীর উপর নির্মিত ‘মৈত্রী সেতু’-র। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘মৈত্রী সেতু’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিন ত্রিপুরায় বেশি কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনও নদী সেতু উদ্বোধন হল। ফেনী নদীর উপর নির্মিত ‘মৈত্রী সেতু’-র দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার। বাংলাদেশের রামগড়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে মৈত্রী সেতু। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সেতু নির্মাণ করেছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে এই সেতু দিয়ে সহজেই ত্রিপুরা-সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।
2021-03-09