নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ চা বাগানের প্রায় চার কানির উপর ভূমি জবর দখলের বিষয়কে নিয়ে একপ্রকার বাগান শ্রমিকের ঘেরাওয়ের মুখে পড়তে হয় মোহনপুরের উপর দিয়ে হতে যাওয়া জাতীয় সড়কের নির্মাণ কাজে নিযুক্ত সংস্থার কর্তৃপক্ষকে৷ মোহনপুর মহকুমা ফটিকছড়া থেকে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করে এই বেসরকারি সংস্থা৷
কাজের শুরুতেই সংস্থার বিরুদ্ধে ফটিকছড়া চা বাগানের শ্রমিক মহল থেকে অভিযোগ উঠে আসছে জাতীয় সড়ক ১০৮বি নির্মানে যতটুকু জায়গার দরকার সরকার সেটুকু নোটিশ জারি করে নিয়ে নেয়৷ কিন্তু নির্মাণ কাজে যুক্ত থাকা সংস্থা সেই গন্ডি পাড় হয়ে বাগানের বিশাল একটা অংশে কবজা জমিয়ে মাটি কেটে নিয়ে যেতে শুরু করে দেয়৷ শ্রমিকরা এতে একাধিক বার বাধা প্রদান করার পরও কোন পরিবর্তন না আসলে রবিবার দুপুরে ফটিকছড়া চা বাগানের প্রায় শতাধিক শ্রমিক একত্রিত হয়ে ঐ সংস্থার ক্যাম্প ঘিরে ফেলে৷
যার খবরে ঘটনাস্থলে ছুটে আসে লেফুঙা থানার পুলিশ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি বেগতিক দিকে মোর না নিতে পারলেও, ফটিকছড়া চা বাগান শ্রমিকদের সাফ বক্তব্য জাতীয় সড়ক নির্মাণে যদি পুনরায় জায়গার দরকার হয় অবশ্যই বাগান কতৃপক্ষ সহায়তা করবে তবে জোড় খাটিয়ে জবর দখল করাকে কোন মতেই বরদাস্ত করা হবে না৷