নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৫ মার্চ৷৷ মাফিয়া দমনে আরও এক ধাপ সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ৷ আজ এডিনগর থানার পুলিশ বিজয় দাস ও প্রদীপ সুত্রধরকে গ্রেপ্তার করেছে৷ তারা এয়ারপোর্ট থানায় ঠিকেদার অপহরণ মামলায় যুক্ত রয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷
প্রসঙ্গত, মাফিয়া দমনে ত্রিপুরা পুলিশ লাগাতর প্রয়াস জারি রেখেছে৷ এয়ারপোর্ট থানাধীন ঠিকেদারি কাজে নিগো বাণিজ্যের ফলে দায়ের মামলায় পুলিশ এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে৷ সম্প্রতি মাফিয়াচক্রের মূল পান্ডা রাজু বর্মনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে৷ আজ আরও দুই মাফিয়াকে জালে তুলে নিগো বাণিজ্য লাটে তোলার পথে আরও এক কদম এগিয়েছে পুলিশ৷