আগরতলা, ৪ মার্চ (হি.স.) : সরকারি চাকরি নয়, বিকল্প কর্মসংস্থানের পক্ষে সওয়াল করল কংগ্রেস৷ এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় দলের নবনিযুক্ত অবজার্ভার টিএস সিং দেওয়ের কথায়, সরকারের পক্ষে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়৷ তাই বিকল্প কর্মসংস্থান সুনিশ্চিত করবে কংগ্রেস৷ এডিসি নির্বাচনে ভোটারদের মন পেতে এই প্রতিশ্রুতির ঘোষণা করেছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, কোনও রাজনৈতিক প্রতিপক্ষকে হারাতে নির্বাচনে নামছে না কংগ্রেস৷ ভোটারদের কল্যাণই লক্ষ্য আমাদের৷
আজ বৃহস্পতিবার আগরতলায় এসে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় কংগ্রেসের গ্রহণযোগ্যতা হারানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন টিএস সিং দেও৷ তিনি বলেন, মানুষের কাছে আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি৷ তাই, আমাদের ভোট ছিনিয়ে নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে৷ তাঁর সাফ কথা, এডিসি নির্বাচনে কংগ্রেস শূন্য থেকে শুরু করবে৷ অন্তত, গত নির্বাচন থেকে আরও ভালো ফলাফল করার জন্য ঝাঁপাবে দল৷
এদিন তিনি হতাশার সুরে বলেন, কংগ্রেসের জমানায় এডিসি গঠিত হয়েছে৷ অথচ বামেরা তার লাভ ঘরে তুলেছে৷ কিন্তু দীর্ঘ ২৫ বছরের টানা অপশাসনে মানুষের বিশ্বাস হারিয়ে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছে, দাবি করেন তিনি৷
তাঁর বক্তব্য, ত্রিপুরায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য রয়েছে৷ এই পরিস্থিতিতে এখন বদল আনতে হবে৷ ব্যক্তিগত লাভালাভের চিন্তা ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে৷ তিনি আশ্বাস দেন, কংগ্রেস হাইকমান্ড ত্রিপুরাকে সমানভাবে গুরুত্ব দেবে এবং সকলের কথা শুনবে৷
এদিন তিনি বলেন, এডিসি নির্বাচনে বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন নির্বাচনে মূল বিষয় হিসেবে গুরুত্ব পাবে৷ তাঁর কথায়, কোনও সরকার সকলকে সরকারি চাকরি দিতে পারবে না৷ তাই, বিকল্প কর্মসংস্থান সুনিশ্চিত করাই লক্ষ্য হবে৷ তাঁর বক্তব্য, রবার, বাঁশ ইত্যাদি ব্যবহার করে স্বাবলম্বী বানাতে হবে৷ তিনি বলেন, এডিসি নির্বাচনে জিতে কংগ্রেস বিকল্প কর্মসংস্থানের মধ্য দিয়ে রোজগার সুনিশ্চিত করবে৷
এদিকে, ত্রিপুরায় জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, জোট গঠন না হলে একা লড়াইয়ে প্রস্তুত রয়েছে কংগ্রেস৷