পূর্বতন সরকারের সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যপক অনিয়ম হয়েছে কেন্দ্রকে জানাবে বর্তমান সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যে যেসমস্ত কাজকর্ম হয়েছে এনিয়ে পূর্বতন সরকারের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার৷ এই যোজনায় আর্থিক বরাদ্দ এবং ব্যয়ের মধ্যে অসংলগ্ণতা রয়েছে বলে দাবি করেছে বর্তমান সরকার৷ তাই এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের গোচরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ পশাপাশি এনএইচসিএল এর ভূমিকাও রহস্যজনক এবং অনিয়মের ইঙ্গিত মিলেছে৷ যদি এইচএসসিএল গোটা বিষয়টির সুষ্টু সমাধান না করে তাহলে আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার৷


সোমবার মহাকরণে আইনমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন৷ তিনি বলেন, পূর্বতন সরকারের সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যাপক অনিয়ম হয়েছে৷ গ্রামীণ এলাকায় বিশেষ করে এডিসির পাহাড়ী এলাকায় এই যোজনার সঠিক বাস্তবায়ন করা হয়নি৷ শুধু তাই নয় এনএইচসিএল বিভিন্ন সংস্থাকে অতিরিক্ত টাকা দিয়েছে বলেও তথ্য প্রমাণ মিলেছে৷ আইনমন্ত্রী আরও জানান, এমন অনেক প্রকল্প রয়েছে এই যোজনায় যেখানে কাজ না করিয়েও টাকা দিয়ে দেয়া হয়েছে৷ এইসব বিষয়গুলি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গোচরে নেয়া হবে বলে জানান রতন লাল নাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *