কিয়েভ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতকে সোনা এনে দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগত । রবিবার বিশ্বের ৭ নম্বর কুস্তিগির তথা ২০১৭-র বিশ্বচ্যাম্পিয়ন ভানেসা কালাদিনস্কায়াকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন ভিনেশ ।এদিন ইউক্রেন কুস্তি মিটের ৫৩ কেজি বিভাগের ফাইনালে ভিনেশ হারান কালাদিনস্কায়াকে।
একে তো লকডাউনে কার্যত স্তব্ধ ছিল ক্রীড়াবিশ্ব। তার উপর চোটের জন্য দীর্ঘদিন ম্যাট থেকে দূরে থাকতে হয়েছিল ভারতের তারকা মহিলা কুস্তিগির ভিনেশ ফোগতকে। অবশেষে ফিট হয়ে লডাইয়ে ফেরেন ভিনেশ। কামব্যাকেই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। রবিবার ইউক্রেন কুস্তি মিটের ৫৩ কেজি বিভাগের ফাইনালে ভিনেশ হারালেন বিশ্বের ৭ নম্বর কুস্তিগির তথা ২০১৭-র বিশ্বচ্যাম্পিয়ন ভানেসা কালাদিনস্কায়াকে। ম্যাচের এক মিনিটেরও কম সময় বাকি থাকতে ৬-৮ পয়েন্ট পিছিয়ে ছিলেন ভিনেশ। শেষ মুভে ৪ পয়েন্ট তুলে নিয়ে শেষমেশ তিনি ফাইনাল বাউট জেতেন ১০-৮ ব্যবধানে।